আমরা রাজীব পন্থী - নতুন ফ্লেক্সে ছয়লাপ এলাকা : আলোড়ন রাজনীতিতে

8th December 2020 10:04 am বাঁকুড়া
আমরা রাজীব পন্থী - নতুন ফ্লেক্সে ছয়লাপ এলাকা : আলোড়ন রাজনীতিতে


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : আমরা রাজীব পন্থী। বাঁকুড়া শহরে  রাজীব বন্দ্যোপাধায়ের ছবি দিয়ে একাধিক ফ্লেক্স। বেশ কিছুদিন আগে শুভেন্দু অধিকারীর ছবি দিয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন প্রান্তে পোস্টার আমরা দাদার অনুগামীদের। ফের তারপরে ইন্দাসের শাসপুর বাজার জুড়ে প্রশান্ত কিশোর দুর হটো এমন একাধিক পোস্টার চোখে পড়ে। এবার আজ সকালে বাঁকুড়া শহরের  মধ্যে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আমরা রাজীব পন্থী লেখা একাধিক ফ্লেক্স জুড়ে চাঞ্চল্য। রাজনৈতিক মহলে তুমুল আলোড়ন । শুভেন্দু পর্ব শেষ হবার আগেই এবার রাজীব পর্বের শুরু । বনমন্ত্রী রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় এর কথা শুনে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল । কলকাতা , হাওড়ার পর এবার লাল মাটিতে রাজীব বন্দ‍্যোপাধ‍্যায় এর ছবি সহ ফ্লেক্স ঘিরে কৌতুহল । রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা র লাইন যা শুভেন্দু অধিকারী ব‍্যবহার করেন প্রায় প্রতিটি সভাযঞ্চে সেই কবিতার লাইন দিয়েই রাজীবের ফ্লেক্স । নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে হাওয়ায় । 





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।